নিয়ন্ত্রণ হারিয়ে তরমুজভর্তি ট্রাক খাদে
ফরিদপুরের ভাঙ্গায় তরমুজভর্তি একটি ট্রাকসহ দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দুই পাশের খাদে পড়ে আড়াই হাজার পিস তরমুজ বিনষ্ট হয়েছে। এছাড়া অপর একটি খালি ট্রাকের চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের নিকট পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী তরমুজভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৪৭৪) ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি ট্রাককে (যশোর মেট্রো-ট-১১-৫৬৪৩) পাশ কাটাতে গেলে ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুই পাশের খাদে পড়ে যায়। এর ফলে বরিশালগামী ট্রাকের চালক মো. সরোয়ার হোসেন (৪০) ও একই ট্রাকের হেলপার অজ্ঞাত (৩৮) গুরুতর আহত হন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
অন্যদিকে ঢাকাগামী তরমুজভর্তি ট্রাকের কারও কোনো ক্ষতি না হলেও ট্রাকের বিপুল পরিমাণ তরমুজ নষ্ট হয়েছে। ওই ট্রাকে প্রায় আড়াই হাজার পিস তরমুজ ছিল। যার দাম অন্তত সাত লাখ টাকা বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, এ দুর্ঘটনার খবর পেয়েই আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে যোগ দিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিই। ট্রাকের প্রায় সবগুলো তরমুজই নষ্ট হয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এম.এ. নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশালের দিক থেকে আসা তরমুজবোঝাই ট্রাকটি পূর্ব সদরদী স্ট্যান্ডে পৌঁছালে ফরিদপুর থেকে বরিশালগামী অপর একটি ফাঁকা ট্রাক পাশ কাটাতে গিয়ে দুটি ট্রাকই মহাসড়কের পশ্চিম ও পূর্ব দিকের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক দুটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।
জহির হোসেন/আরএআর