মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারা বিটের হিড বাংলাদেশের কার্যালয় সংলগ্ন পরিত্যক্ত বনে আগুন লেগেছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে না আসলে তা লাউয়াছড়ার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা একটি বৈদ্যুতিক খুঁটিতেও আগুন লেগেছে।

লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কী কারণে আগুন লাগল আমরা তা তদন্ত করে দেখছি। তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি শুনেছি। আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। 

ওমর ফারুক নাঈম/আরএআর