জন্ম থেকে চোখে দেখতে না পেলেও থেমে থাকেনি তার স্বপ্ন দেখা। এক এক করে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তার স্বপ্ন উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাঈম হোসাইনের কথা। 

নাঈম জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সহযোগিতায় চলাফেরা করতে হয় তাকে। মোবাইলে স্ক্রিন রিডার অ্যাপসের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করেন এবং মোবাইলে পিডিএফ বই পড়ে থাকেন।

নাঈম লক্ষ্মীপুরের সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে নাঈম হলেন সবার ছোট। বিভিন্ন প্রতিকূলতা পার করে গ্রামের স্কুল থেকে এসএসসি ও লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ২৫ শতাংশ পেয়ে নাঈম উত্তীর্ণ হোন। নিজের সঙ্গে সংগ্রাম করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে হয়েছে তাকে। 

নাঈম হাসানের তিন ভাইবোনের সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। শারীরিক প্রতিকূলতা পিছনে ফেলে তিনজনেই ছুটে চলেছেন তাদের স্বপ্ন পূরণে। তিনজনই পড়াশোনা করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০-২১ সেশনে পড়াশোনা করছেন। 

তার বাবা কবির হোসেন ছিলেন সৌদি প্রবাসী। গত দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি দিনমজুর হিসেবে কর্মরত। এখন তিন সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে তবুও সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন এমন স্বপ্নে বিভোর তিনি।

নাঈম বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। তাকে একবার কোনো জায়গা চিনিয়ে দিলে দ্বিতীয়বার আর চেনাতে হয় না। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কাজ তিনি একা করতে পারেন। কারো সহযোগিতাও প্রয়োজন পড়ে না তার। তবে নতুন কোনো স্থানে গেলে তাকে প্রথমে একবার দেখিয়ে দিতে হয়।

বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, আমার মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আমার শিক্ষাগুরু বোরহান উদ্দিন ভূইয়া আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। পাশাপাশি এখনো আমি স্যারের কাছ থেকে বিভিন্ন সময়ে উপদেশে নিয়ে থাকি। তিনি নিজেও একজন দৃষ্টিপ্রতিবন্ধী। আমার এক বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। তখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করি এবং আমার লক্ষ্যই ছিল কোনো এক বিশ্ববিদ্যালয়ে পড়ার। ভবিষ্যতে নিজেকে একজন কলেজের শিক্ষক হিসেবে দেখতে চাই। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে পিএইচডি করার স্বপ্ন দেখছি। আল্লাহ সহায় হলে আমি আমার স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি মোবাইলে স্ক্রিন রিডার অ্যাপসের মাধ্যমে পড়াশোনা করে থাকি। আর পরীক্ষাগুলোতে বিভাগের জুনিয়র কিংবা অন্য বিভাগের বন্ধু বা জুনিয়র কাউকে শ্রুতিলেখক হিসেবে নিয়ে আসি। আমি তাদের মুখে বলি, আর তারা লিখে দেয়। আমার বই পড়তে খুব ভালো লাগে। তাই আমি মোবাইলে পিডিএফ এর বইগুলো পড়ে থাকি। কিন্তু পিডিএফে সব বই পাওয়া যায় না এ বিষয়টি আমাকে খুব কষ্ট দেয়।

বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে কখনো কটু কথা শুনতে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গ্রামের পাড়া প্রতিবেশীরা আমার প্রতিবন্ধকতার কারণে আমার বাবাকে বলতেন আমাদের দিয়ে ভবিষ্যতে কিছুই হবে না। এ সব কথায় আমি কখনোই কষ্ট পাইনি, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। মনে মনে ভাবতাম আমাকে কিছু একটা করতে হবে। আমার কাজের মাধ্যমে সমাজকে দেখাব যে আমরাও পারি।

সফল হওয়ার পর পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছের কথা জানিয়ে তিনি বলেন, আমি যদি কখনো প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমার ব্যক্তিগত উদ্যোগে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের নিয়ে কাজ করতে চাই। পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তাদের একটা কথাই বলব ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনার সৃষ্টিকর্তা আপনার পাশে আছে।

নাঈম হোসাইনের বাবা কবির হোসেন বলেন, আমার ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করি। আজ আমি একজন সফল বাবা। আমার নাঈম এখন বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার ছেলে এখন আমার এলাকার গৌরব। তার এই সফলতা অন্য পিছিয়ে পড়া ব্যক্তিদের এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি।

নাঈম হোসাইনের রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে ক্লাসে যাওয়ার সময় আমরা তাকে হল গেইটে রিকশায় তুলে দিয়ে আসি। হলের ডাইনিং-ক্যান্টিন থেকেও তার জন্য খাবার নিয়ে আসি। নাঈমের বন্ধু-বান্ধব ও জেলা সমিতির সদস্যরা প্রতিনিয়তই তার খোঁজ খবর নিতে রুমে আসেন। পরীক্ষার আগে তার নোটগুলো, আমরা মোবাইলে রেকর্ড করে দেই এবং সে এগুলো শুনে শুনে আয়ত্ত করে সে পরীক্ষা দেয়। পিছিয়ে পড়া মানুষরাও পারে তার বড় উদাহরণ নাঈম।

ইতিহাস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহমুদা খাতুন বলেন, নাঈম হোসাইন অসম্ভব মেধাবী একটি ছেলে। জন্ম থেকেই সে অন্ধ তবুও আল্লাহ তাকে অনেক মেধা দিয়েছেন। বিভাগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। আমি তাকে ব্যক্তিগতভাবে ক্লাসের বাইরেও তাকে নার্সিং করে থাকি। আমি বিশ্বাস করি নাঈম একদিন ভালো কিছু করবে। আমি তার বিভাগের শিক্ষক হিসেবে তাকে নিয়ে গর্ব করি।

জুবায়ের জিসান/আরকে