বিভিন্ন সময়ে হারিয়ে কিংবা চুরি যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি জেলা পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ফোনগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙামাটি জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্নস্থানে হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।
 
ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ। তিনি বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার মীর আবু তৌহিদের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লু-লেস মামলা ডিটেকশনের পাশাপাশি এখনো পর্যন্ত মোট ২৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ টাকা। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মোবাইল ফিরে পাওয়া গোলাম রব্বানী বলেন, গত ২ মাস আগে আমার Redmi ব্র্যান্ডের ফোনটি হারিয়ে যায়। এরপর আমি কোতোয়ালী থানায় জিডি করি। আজকে আমার ফোনটি ফিরে পেয়ে খুব আনন্দ লাগছে। ফোনে আমার অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মিশু মল্লিক/এমএএস