হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এক নারীর করা ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে ১৪ দফায় শেষ পর্যায়ের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক এস এম শফিকুল ইসলাম আসামি মামুনুল হকের বিরুদ্ধে তৃতীয় দফায় তার এই সাক্ষ্য দেন। মামলার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে আসামির আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এর আগে সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসামি মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের পূর্ণ সাক্ষ্য গ্রহণ হয়েছে। আশা করছি দ্রুতই মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হবে।

আরএআর