বরগুনার আমতলী উপজেলায় রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রুবেল মিয়াকে (২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতারণার মাধ্যমে মাপে তেল কম দিয়ে গ্রাহককে ঠকানোর দায়ে তাকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম উপজেলার বরিশাল-কুয়াকাটা সড়কের আমড়া গাছিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে কর্মরত-কর্মচারী ও মালিক মিলে গ্রাহকদের কাছে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির সময়ে প্রতারণার মাধ্যমে মাপে কম দিয়ে আসছিলেন। এ অভিযোগের সত্যতা যাচাই করতে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ লিটার তেল মাপের সঠিক ক্যানের মাধ্যমে পরিমাপ করলে প্রায় আধা লিটার তেল কম পাওয়া যায়। পরে মাপে কম দিয়ে গ্রাহককে ঠকানোর দায়ে রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের ম্যানেজার রুবেল মিয়াকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ্য আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে গত ছয় মাস আগেও একই অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে আবারও একই অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যানেজার রুবেল মিয়াকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আব্দুল আলীম/আরএআর