বরগুনার পাথরঘাটা উপজেলায় দুইটি হরিণের চামড়াসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। 

আটককৃতরা হলেন পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী ইউনিয়নের মো. ফিরোজের ছেলে আবু বকর (২১), জাহাঙ্গীর আকনের ছেলে ফিরোজ আকন (২৬) ও হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মহিবুল্লাহ হাওলাদার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে, এমন গোপন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের চামড়া দুটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মো. আব্দুল আলীম/এএএ