চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বশির আলী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে প্রতিবেশী খালিদের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আলী উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের দক্ষিণপাড়ার আফসার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ মো. মিন্টু ঢাকা পোস্টকে বলেন, বশির আলী দিনমজুর ছিলেন। শুক্রবার সকালে তিনি তার প্রতিবেশী খালিদের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।

পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে বলে জেনেছি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আফজালুল হক/টিএম