বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।

শনিবার (২৩ মার্চ) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটার বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাথরঘাটা কোস্টগার্ডের দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে পাথরঘাটার বলেশ্বর নদীর বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটার লঞ্চ ঘাট, তালতলা, চরদুয়ানী, টেংরা, হাজীর খাল, রুহিতা ও পদ্মা এলাকা থেকে মাছ শিকারে ব্যবহৃত ৫ কোটি ৭০ লাখ টাকার চরঘেরা জাল জব্দ করা হয়। 

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মেরিন ফিশারি অফিসার মো. রিয়াজ হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।

এমএ