কুমিল্লায় মো. শরীফ (৩০) নামের এক যুবককে হত্যা করে তার মরদেহ ঘরের মেঝেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ মার্চ) সকালে শরীফের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে মঙ্গলবার (২৬ মার্চ) রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। জেলার বরুড়া উপজেলার শালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শরীফ উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক ছিল। তিনি মাদকসহ কয়েকটি মামলার আসামি। কয়েক দিন আগে একটি মামলায় জামিনে বেরিয়েছেন।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বুধবার সকালে শরীফের বসতঘরের মেঝেতে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মরদেহের পাশে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয় বাড়ির অদূরে কোথাও তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে মরদেহটি শরীফের বসতঘরের মেঝেতে ফেলে দরজা খোলা রেখেই চলে যায় হত্যাকারীরা। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরিফ আজগর/এমজেইউ