বাগেরহাটে শফিকুল আজম খান নামে এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা ও সাজা দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া।

সাজাপ্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া সত্ত্বেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেখ আবু তালেব/এএএ