মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীনগর কলেজ গেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টি ঘরের ১৮টি রুমের ১২টি পরিবার অগুনে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকার আনোয়ার হোসেনের (৩২) মালিকানাধীন একটি টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তার মালিকানাধীন আরও ৪টি ঘরে অগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদের আগে এমন দুর্ঘটনায় পরিবার গুলোতে হতাশা বিরাজ করছে। 

আনোয়ার হোসেন দাবি করেন, ভাড়াটিয়াদের মালামালসহ আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার গোলাম সারোয়ার বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

ব.ম শামীম/আরকে