প্রতিদিন ৩০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছে জামালপুর জেলা পুলিশ

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করছে জামালপুর জেলা পুলিশ। প্রতিদিন ৩০০ মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হচ্ছে।

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে জামালপুরের অসহায় ও নিম্নআয়ের মানুষ। এই করোনা সংক্রমণের মাঝেই রমজান মাস শুরু হওয়ায় আরও অসহায় হয়ে পড়েছেন তারা।

সারাদিন রোজা থাকার পর দরিদ্র এসব মানুষ যাতে পরিবার নিয়ে ইফতার করতে পারে সেই লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার  নাসির উদ্দিনের উদ্যোগে প্রথম রমজান থেকে বিনামূল্যে ইফতার বিতরণ শুরু করেছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ এপ্রিল) শহরের খুপিবাড়ি গুচ্ছগ্রাম, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ ৫টি স্থানে অসহায় ৩০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনই জামালপুরের শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম করা হচ্ছে এবং এটা চলমান থাকবে।

পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, দরিদ্ররা যাতে সারাদিন রোজা শেষে অন্তত ইফতার করতে পারে আমরা সেই চেষ্টাই করছি। শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মোহাম্মদ আলী/এমএসআর