নারায়ণগঞ্জে মেঘনা শিল্পাঞ্চলে ব্যাটারি কারখানায় আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিল্পাঞ্চলটির ভেতরে অবস্থিত ইসলামপুর চায়না ব্যাটারি কারখানায় এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন আহাম্মেদ ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।
শিপন সিকদার/এসকেডি
বিজ্ঞাপন