রিছাং ঝর্ণার পানি থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী অপু চন্দ্র দাশ(২২) ও খাগড়াছড়ি রুখাই চৌধুরীপাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ (১৮) । 

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা জানান, মূল রিছাং ঝর্ণার ওপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার বিকেলে অপু  ও প্রীতম  ওই ঝর্ণায় গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় এক ব্যক্তি পানিতে ওই দুই যুবকের মরদেহ দেখতে পান। মাটিরাঙ্গা থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, দুই পর্যটক বৃহস্পতিবার ঝর্ণায় বেড়াতে আসেন। ঝর্ণার উৎস মুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে তাদের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর রিছাং ঝর্ণায় ডুবে মলাই জ্যোতি চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী মারা যায়। 

আরএআর