রাজবাড়ীর বালিয়াকান্দিতে পটকা ফোটাতে গিয়ে হাতের মধ্যে বিস্ফোরণ হয়ে আহম্মদ উল্লাহ (১৩) নামে এক মাদরাছাত্রের বাম হাতের দুই আঙ্গুল উড়ে গেছে। রোববার(৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসার পাশে তাদের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহম্মদ উল্লাহ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসার ছাত্র ও মাদ্রাসার পাশের ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহের ছেলে।

ওই মাদরাসা শিক্ষক ইউনুছ আলী বলেন, আহম্মদ তাদের বাড়িতে এক সঙ্গে কয়েকটি পটকা ফোটাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দুটি আঙ্গুল উড়ে গেছে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখন ফরিদপুরে তার চিকিৎসা চলছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস