আকরাম হোসেন

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর একমাত্র ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোহাম্মদ শাহনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয় তাকে। হাসপাতালে এখন পর্যন্ত তার মরদেহ রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না কী কারণে তার মৃত্যু হয়েছে।

আকরাম আলীর চাচাতো ভাই মো. সেখ সাদী বলেন, আমার চাচাতো ভাইকে গতকাল রাত ৯টার দিকে সন্দেহজনকভাবে তুলে নিয়ে আসে। পরবর্তীতে রাত ১১টার দিকে আমরা দেখা করতে আসলে অল্প সময়ের জন্য দেখা হয়। তাকে আমি কিছু ওষুধ দিয়ে যাই। তিনি একজন ডায়াবেটিসের রোগী। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত আমরা লাশটাও দেখতে পাইনি।  লাশ আনলে বুঝতে পারবো তিনি কী কারণে মারা গেছেন এবং তার শরীরে কোনো আঘাত রয়েছে কিনা। 

মাদক মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে কোনো মাদক মামলার আসামি ছিলেন না এবং তিনি মাদক সেবনও করতেন না। আজকে সকাল ৯টায় তাকে আদালতে চালান দেওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে চালান দেয়নি সেটা আমরা বলতে পারি না।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রোববার (৭ এপ্রিল) রাত ৯টায় গ্রেপ্তার করা হয়। পরদিন হরিপুর থানা থেকে আদালতে পাঠানোর জন্য তাকে থানা থেকে রওনা দেওয়া হয়। পথিমধ্যে আকরাম আলী শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান আকরাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আরিফ হাসান/আরএআর