লাইনচ্যুত হওয়া একটি ট্রেন -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টায় দাড়িয়াপুর এলাকার আউটারে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাড়িয়াপুর এলাকার আউটারে ঢাকামুখী ৬০১ মালবাহী কনটেইনারের ২৮ নম্বর বগির পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। মেরামত না হওয়া পর্যন্ত ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন পর্যন্ত ডাউনলাইন দিয়েই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের সব ট্রেন চলাচল করবে।

মাজহারুল করিম অভি/ এমটিআই