সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে বুধবার (১০ এপ্রিল) সকালে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাঙ্গা এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের কিছু মানুষ ঈদের নামাজে অংশ নেন।

সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, দেবিনগরের মোমিনটোলা ও চরবাগানপাঙ্গাসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখে এবং ঈদের নামাজ আদায় করে।

বিনোদনপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের ঈদ জামাতের ইমাম মোয়াজ্জেম হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রোজা ও ঈদ উদযাপন করি। যেহেতু আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এজন্য আমরা আজ ঈদ উদযাপন করছি।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শিবগঞ্জের বিনোদপুরে হাজারবিঘি গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৫০ থেকে ২০০ এর মতো মুসল্লি অংশগ্রহণ করেন। নিরাপত্তার স্বার্থে ঈদের নামাজে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

আশিক আলী/এমএএস