বগুড়ায় ঈদের রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল সদৃশ বস্তুর আঘাতে এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাদের দুজনেরই পায়ে জখম হয়েছে। আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) একজন নারী ৯৯৯ এ ফোন করে জানান তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করতে গেলে ওই যুবকের সাথে থাকা আরো দুই যুবক পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। 

ঘটনাটি নি‌শ্চিত ক‌রে‌ বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, একটা অভিযোগ পেয়ে এএসআই আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপশহরে গিয়েছিল। সেখানে তাদের ওপর ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করলে রশিদ ও কনস্টেবল মাহবুব আহত হন। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার করতে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

আসাফ-উদ-দৌলা নিওন/পিএইচ