লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হামলা ও গুলি চালিয়ে ছাত্রলীগের ৪ কর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে এ মিছিল বের করা হয়। সকাল ১০টায় একই ঘটনায় চন্দ্রগঞ্জ বাজারে ফের মিছিল ডাকা হয়েছে। 

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবির আহমেদের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বা‌য়ক সাহাব উদ্দিন, যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। 

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে ছাত্রলীগ কর্মী এম সজীব, সাইফুল পাটওয়ারী, রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর হামলা চালানো হয়। এসময় তাদের ওপর গুলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সজীব, সাইফুল ও রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপর আহত জয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসান মাহমুদ শাকিল/পিএইচ