রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ
ফাইল ছবি
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবদুল কাশেম মন্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছামাত্রই উদ্ধার অভিযান শুরু হবে।
শাহিনুল আশিক/আরএআর
বিজ্ঞাপন