লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হয়েছেন আমিনুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবক। সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আমিনুর রহমান বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

আটককৃত আমিনুর রহমানের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যান। পরে রাতে আর বাড়িতে আসেনি আমিনুর। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তাকে আটক করেছে বিএসএফ। 

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বর্ডারে মাদক আনতে গিয়ে বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, আমিনুর রহমান ভারতের ভেতরে গেলে বিএসএফ তাকে আটক করে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এএএ/আরকে