রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কচুছড়ি নামক স্থানে পিকআপ উল্টে জিকু চাকমা নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে খাগড়াছড়িগামী যাত্রীবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহার পাড়া এলাকা হতে পিকআপে ২০-২২ জন নারী ও পুরুষ এসে দুপুর ১টায় বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তারা বিকেল ৫টায় অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কচুছড়ি নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা প্রায় প্রত্যেকেই আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকু চাকমাকে নিহত বলে নিশ্চিত করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ও নিহত নারীর মরদেহ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন পিকআপটিকে সড়কের এক পাশে তুলে রাখে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মিশু মল্লিক/আরকে