জামালপুরের ইসলামপুরে একটি নির্মাণাধীন ভবনে জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ ১৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পলবান্দা এলাকায় তিন তলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।  আটককৃত দুই ইউপি সদস্য হলেন- ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম (৪৩) ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহবুব হোসেন মেরাজ (৩৫)। 

আটক অন্য জুয়াড়িরা হলেন- ইসলামপুর উপজেলার বোয়ালমারী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো.রফিকুল ইসলাম (৩৫), পৌর শহরের পলবান্ধা এলাকার লুৎফর রহমানের ছেলে মো. সুমন মিয়া (৩৪), বোয়ালমারী এলাকার মৃত দুদু মন্ডলের ছেলে মো. গোলাপ মিয়া (৩৫), পলবান্ধা এলাকার আমিরুলের ছেলে শেখ ফরিদ (২৪), একই এলাকার শামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (৩২), টঙ্গের আগলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. সুজন শেখ (৩৫), একই এলাকার বধু শেখের ছেলে মো. ফুলু শেখ (৩৪), বোয়ালমারী এলাকার নান্নু মন্ডলের ছেলে মো. শিহাব মন্ডল (৩২), একই এলাকার মির্জা আলীর ছেলে মো. শামীম (২৫), দর্জিপাড়া এলাকার মৃত দুদু শেখের ছেলে মো. সোহেল শেখ (৩২), বোয়ালমারী এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে  মো.আব্দুস সোবহান (৩৫), দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর এলাকার খোকা শেখের ছেলে মো. শেখ ফরিদ (৩৫) ও মৃত শাহাজদ্দিনের ছেলে মো.আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের পলবান্ধা এলাকার মোহাম্মদ আমেজ উদ্দিনের নির্মাণাধীন তিন তলা ভবনের দ্বিতীয় তলায় জুয়ার আসর বসে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর পুলিশ সদস্যরা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ওই নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই ইউপি সদস্যসহ ১৫ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের ইসলামপুর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রকিব হাসান নয়ন/আরএআর