পিরোজপুরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পিরোজপুর সড়ক বিভাগ (সওজ)। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশের অর্ধশত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 

সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিরোজপুর শহরের ডিসি অফিস এলাকার বাসিন্দা নাহিদ হাসান বলেন, সিও অফিস মোড় সড়ক দিয়ে আমাদের প্রতিদিনই যাতায়াত করতে হয়। অবৈধ স্থাপনার কারণে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে। সড়কের দু’পাশ দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করলে আমাদের অনেক সুবিধা হবে এবং দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে যাবে।

সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান বলেন, যারা অবৈধ স্থাপনায় ছিল তাদেরকে নোটিশ দেওয়ার পরেও স্থাপনা সরায়নি। এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। রোববার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এএএ