মাহাবুবুর রহমান ভূঁইয়া

করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে বরুড়ার সা‌বেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান ভূঁইয়া (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গত ৯ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ হওয়ার পর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে। তিনি এরশাদ সরকারের শাসনামলের ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বরুড়ার সংসদ সদস্যে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।

বিএনপি নেতা আমিনুর রশিদ ইয়াছিন জানান, দলীয় ও পরিবারের সিদ্ধান্তে বাদ জোহর নগরীর বাদুরতলা দলীয় কার্যালয়ে প্রথম জানাজা ও বাদ আসর বরুড়া বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। 

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু ইন্তেকাল করেছেন।

এমএসআর