নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ এবং মারধরের ঘটনায় ব্যবহৃত আরও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) সিংড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপহরণ কাজে ব্যবহৃত কালো রঙের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৯-৩১৪৪) পুলিশ উদ্ধার করে।

রোববার রাতে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, জেলা নির্বাচন অফিসের ভেতর থেকে অজ্ঞাত ১৫/২০ জন একটি কালো রঙের মাইক্রোবাসযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। এ অপহরণ কাজে একটি কালো রঙের মাইক্রোর পাশাপাশি একটি প্রাইভেটকারও ব্যবহৃত হয়। জব্দকৃত প্রাইভেটকারটির মালিক সিংড়া উপজেলার নিংগইন এলাকার মিজানুর রহমান।

এর আগে গত শনিবার (২০ এপ্রিল) অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং ধারালো অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া ওই মাইক্রোবাস ছিল সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করা লুৎফুল হাবীব রুবেলের মালিকানাধীন প্রতিষ্ঠান অর্ক এন্টারপ্রাইজের নামে।

এসব ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

গোলাম রাব্বানী/এমজেইউ