নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় রাইফেল, মর্টারশেল ও দুইটি মাইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের পতিত জমি খননের সময় শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসেন।

এ সময় থানায় জানানো হলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঢাকা পোস্টকে বলেন, পতিত জমি খননের সময় ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করছে পুলিশ।

শরিফুল ইসলাম/এমজে