ফ্যানের বাতাসে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান ওড়োনোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষাণীর নাম সাজেদা খাতুন (৪২)।
শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী।
বিজ্ঞাপন
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বোরো ধান মাড়াই করে বাড়ির উঠানে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ওড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় কৃষাণী সাজেদা খাতুনের।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উবায়দুল হক/টিএম