ফাইল ফটো

খাগড়াছড়ির রামগড়ে বাড়ির উঠানে বাঁধা গরু আনতে গিয়ে বজ্রপাতে গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে রামগড় উপজেলার ১নং ইউনিয়নের দুর্গম হাজাছড়া এলাকায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত গনজ মারমা হাজাছড়া এলাকার বাসিন্দা কংজ্য মারমার ছেলে। বজ্রপাতে কৃষক গনজ মারমার গরু দুটিরও মৃত্যু হয়েছে। 

হাজাছড়া পাড়ার কার্বারী চাইলাপ্রু মারমা বলেন, বৃষ্টিতে ভিজে যাবে ভেবে ভোরে বাড়ির উঠান থেকে গরু দুটি আনতে যায় গনজ মারমা। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই গনজ মারমা এবং তার গরু দুটির মৃত্যু হয়।

মোহাম্মদ শাহজাহান/আরকে