কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকায় অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার দিনেশপুর আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং মৃত আবুল খাইয়ের ছেলে মো. ইমন।

বিষয়টি নিশ্চিত করে শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আমির হামজা কালু বলেন, আজ মহেশখালীতে অনেক গরম ছিল। জেলেরা দুপুরে নদী থেকে মাছ ধরে ফিরে আসার সময় নুরুল আমিনের টমটমের গ্যারেজে বিশ্রাম নেওয়ার সময় শর্টসার্কিটের কারণে বিদ্যুতায়িত তাদের মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

সাইদুল ফরহাদ/এমজেইউ