নির্বাচন সংক্রান্ত একটি নথি নিয়ে রির্টানিং কর্মকর্তার রুমে বসে আলোচনা করছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা। এ সময় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আলমগীর মুন্সী ওই রুমে গেলে নথিটি উল্টিয়ে রাখেন নির্বাচন অফিসার। বিষয়টি ভালোভাবে নেননি জিপি আলমগীর মুন্সী। 

এ ঘটনার একদিন পরে ওই নির্বাচন অফিসারকে রির্টানিং কর্মকর্তার সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে উদ্যত হন জিপি আলমগীর মুন্সী। বিষয়টি নিয়ে জিপির বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। বুধবার (১৫ মে) বিকেল সোয়া ৫টায় শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ মে) বিকেলে নির্বাচন সংক্রান্ত একটি নথি নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকতা ও অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াসের রুমে বসে আলোচনা করছিলেন। এসময় ওই রুমে জিপি আলমগীর মুন্সী প্রবেশ করলে নথিটি উল্টিয়ে রাখেন নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে। এ ঘটনার একদিন পর বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব পাশ দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সময় জিপি আলমগীর মুন্সী নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দেকে ডাক দিয়ে থামান। এরপর কেন তিনি নথিটি উল্টিয়ে কেন রাখলেন এমন প্রশ্ন তুলে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে যান। বিকাশ চন্দ্র দে এঘটনার প্রতিবাদ না করে রির্টানিং কর্মকর্তার রুমে চলে যাওয়ার সময় সিঁড়িতেই দেখা হয়ে যায় রিটানিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সহকারী রিটানিং কর্মকর্তা মো. মাইনউদ্দিন, এনডিসি সোহেল রানা ও ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধরের সঙ্গে। রির্টানিং কর্মকর্তাদের সিঁড়িতে পেয়ে নিচে নেমে জিপি আলমগীর মুন্সীর বিষয়টি তাদেরকে বলাতে একটু পাশে দাঁড়িয়ে থাকা জিপি আলমগীর মুন্সী আবারও ক্ষিপ্ত হয়ে যান। 

এসময় রির্টানিং কর্মকর্তাসহ অন্যান্যদের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে নির্বাচন অফিসারকে জিপি আলমগীর মুন্সী লাঞ্ছিত করেন। পরবর্তীতে বিষয়টির বিস্তারিত জেলা নির্বাচনকে অফিসারকে অবগত করেন বিকাশ চন্দ্র দে। জেলা নির্বাচন অফিসার বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। এঘটনার বিচার দাবি ও নিরাপত্তা চেয়ে পালং মডেল থানায় মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে। 

ভুক্তভোগী শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিকেলে আমি নির্বাচন সংক্রান্ত কাজে রির্টানিং কর্মকর্তার রুমে যাওয়ার পথে জিপি আলমগীর মুন্সী সাহেব আমাকে থামিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করে। এরপর আমি চলে যাওয়ার পথে ডিসি অফিসের সিঁড়িতে রির্টানিং কর্মকর্তাসহ অন্যান্য অফিসারদের সঙ্গে দেখা হয়ে যায় আমার। বিষয়টি রির্টানিং কর্মকর্তাকে জানাচ্ছিলাম আমি। এসময় একটু দূরে পাশেই দাঁড়িয়ে ছিলেন আলমগীর মুন্সী। এরপর রির্টানিং কর্মকর্তাসহ অন্যান্যদের সামনেই আমাকে আবারও গালিগালাজ করে মারতে আসেন। বিষয়টি আমি আমার সিনিয়রদের জানিয়েছি। তারা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। 

বিষয়টি নিয়ে জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি সারা বাংলাদেশের অফিসারদের জন্য দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বিষয়টি নিয়ে ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমি সম্পূর্ণ অবগত। যা ঘটেছে, তা দুঃখজনক। এবিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিপি আলমগীর মুন্সীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন অফিসারকে গালাগালি করে মারধর করতে উদ্যত হওয়ার বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আলমগীর মুন্সী ঢাকা পোস্টকে বলেন, আপনি যে অভিযোগের কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওনার সঙ্গে আমার এমনিতেই কথা হয়েছে। যারা উপস্থিত ছিল বলতেছেন, তারাও জানেন ওনার সঙ্গে আমি কী কথা বলেছি। ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাইফ রুদাদ/আরকে