রংপুরে সিএনজিচালিত অটোরিকশা চালুর দাবিতে মানববন্ধন
সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ও সড়কে চালুর দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছেন সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক ও মালিকরা।
শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিক। অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও।
বিজ্ঞাপন
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন- বিটুল আহমেদ, কাঞ্চন চৌধুরী, ইলিয়াস আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হঠাৎ করে সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা পরিবার-পরিজন নিয়ে না খেয়ে জীবনযাপন করছি। ছেলে-মেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। খাতা-কলম কিনতে পারছি না। আমাদের একমাত্র আয়ের পথ এই সিএনজিচালিত অটোরিকশা।
বিজ্ঞাপন
বক্তারা অবিলম্বে সড়কে চলাচল এবং রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি জানান। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ