নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাঁচ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন আনসার আলী নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ভিংরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্র্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। খাদ্র্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু ইত্যাদি। 

এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ, কার্যকরী সদস্য আব্দুল মান্নান মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিলানী ভান্ডারী, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি জয়নাল আবেদীন ডিপ্ট, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  

ব্যবসায়ী আনসার আলী বলেন, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মহোদয়ের নির্দেশে আমি আমার প্রাণপ্রিয় রূপগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষে কাজ করছি। সত্যিকারের যারা অভাবি তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। এমন কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।  

মাহবুবুর রহমান ভূঁইয়া/আরএআর