নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খায়রুল ইসলাম (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৯ মে) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
বিজ্ঞাপন
চয়ন দেবনাথ মুন্না/আরএআর