নোয়াখালীতে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ ছাড়াও জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৪৬ জন করোনার রোগী শনাক্ত হয়েছে।

ডা. মাসুম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ১৩ জন, সুবর্ণচরের ১, হাতিয়ার ১, বেগমগঞ্জের ১৫, সোনাইমুড়ীর ৫, চাটখিলের ১, সেনবাগের ১, কোম্পানীগঞ্জের ৫ ও কবিরহাটের ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫৫৫ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্তের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। জেলায় নতুন শনাক্তের হার শতকরা ১০ দশমিক ৬২ শতাংশ। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন, আইসোলেশনে আছেন ১৭ জন।

হাসিব আল আমিন/এমএসআর