গ্রেফতার সুইডেন প্রবাসী খালেদ কুদ্দুস ওরফে আবু সায়েম

তিন বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে খালেদ কুদ্দুস ওরফে আবু সায়েম (৪০) নামে এক সুইডেনপ্রবাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে সিলেটের মেজরটিলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার খালেদ কুদ্দুস সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলবাজ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, খালেদ কুদ্দুস সুইডেনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ পৌরসভা কৃষক লীগের সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল কাসেম ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার রাতে সুইডেন প্রবাসী খালেদ কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় র‌্যাব তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে জকিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে খালেদ কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে।

তুহিন আহমদ/আরএআর