উপজেলা ভোট : তৃতীয় ধাপে বাঘারপাড়ায় ভোটারদের ব্যাপক সাড়া
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি উপজেলার মোট ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে যশোরের মোট ৮টি উপজেলার ৭টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে যশোরের পাঁচটি উপজেলা যথাক্রমে মনিরামপুর, কেশবপুর, শার্শা, ঝিকরগাছা এবং চৌগাছা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিগত পাঁচটি উপজেলা থেকে বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি।
বিজ্ঞাপন
এর আগে যশোরের পাঁচটি উপজেলা নির্বাচনে বিরূপ আবহাওয়া এবং ধান কাটার মৌসুমসহ নানা কারণে ভোটার উপস্থিতি অনেকাংশে কম ছিল। সেই সময় অনেক ভোটার অভিযোগ করেন, অনেক প্রার্থী শুধু মাইকিং আর পোস্টার সাঁটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা অনেকেই ভোটারদের বাড়িতে বাড়িতে যাননি। আবার অনেক প্রার্থী এবং তার কর্মী-সমর্থকদের অভিযোগ ছিল ইভিএম-এ ভোটগ্রহণ সম্পর্কে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলেন ভোটাররা।
সরেজমিনে বুধবার সকালে বাঘারপাড়া উপজেলার জহুরপুর, বন্দবিলা, রায়পুর, নারিকেলবাড়িয়া, ধলগ্রাম, দোহাকুলা, দরাজহাট, বাসুয়াড়ি, জামদিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের লক্ষণীয় উপস্থিতি দেখা যায়। এ সকল ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি পরিমাণে দেখা যায়।
বিজ্ঞাপন
অপরদিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া, পায়রা, শ্রীধরপুর, বাঘুটিয়াই, শুভরাড়া, সিদ্ধিপাশা ইউনিয়ন ঘুরেও ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। এ সকল ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও পুরুষ উভয় ভোটারের উপস্থিতি বেড়েছে।
ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সময় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের তুলনায় এ তৃতীয় ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি হয়েছে।
দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তৌহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার এ কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ২ হাজার ৬৪০। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০০ কাছাকাছি ভোট পড়েছে।
তিনি আরও বলেন, কোনো ঝামেলা নেই, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আগ্রহ নিয়েই কেন্দ্রে আসছেন। সকাল ১০টার পর থেকে নারীদের লাইন দীর্ঘ হচ্ছে। নারীরা ঘরের কাজ সেরে ভোট দিতে আসছেন।
দোহাকুলা গ্রামের বাসিন্দা রুপালি বেগম ঢাকা পোস্টকে বলেন, আজকে ভোট তাই সকাল সকাল রান্নাবান্না সেরে ভোট দিতে চলে এসেছি। সকালের দিকে বাড়িতে অনেক কাজ থাকে। এজন্য সকালে আসা সম্ভব হয় না।
এই কেন্দ্রের আরেক নারী ভোটার হোসনেয়ারা খাতুন বলেন, সকালে আমার স্বামী আর ছেলেরা ভোট দিয়ে গেছে। তারা ভোট দিয়ে বাড়িতে গেলে আমি ঘরের কাজ সেরে ভোট দিতে এসেছি।
দোহাকুলা গ্রামের ভোটার আলমগীর শেখ বলেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেক উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। প্রথমবার ইভিএমে ভোট দিয়েছি। সবাই আগ্রহ নিয়ে কেন্দ্রে আসছে।
পুখুরিয়া গ্রামের বাসিন্দা নারায়ণ লষ্কার (৬৫) ঢাকা পোস্টকে বলেন, ‘৬০-৬৫ বছর বয়সে এই প্রথম ইভিএমে ভোট দিলাম। খুব ভালো লাগিছে। শ্যাষ বয়সে ইভিএম মেশিনে ভোট দিতি পারিছি, এডেই অনেক বড় পাওয়া।’
নীলকণ্ঠ গুপ্ত নামের এক ভোটার বলেন, ভোট শুরু হওয়ার আগেই লাইনে দাঁড়িয়েছিলাম। ভোট শুরু হলে বুথে ঢুকে ভোট দিয়ে চলে এসেছি। কোনো ঝামেলা হয়নি।
পুখুরিয়া গ্রামের নারী ভোটার স্বৃতি সরকার বলেন, কোনোরকম ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।
পিএইচএল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মধুসূদন দাস ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ আছে।
তৃতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৩-১৪ শতাংশ ভোট পড়েছে।
এদিকে বুধবার দুপুর ১২টার দিকে বাঘারপাড়ার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার সাংবাদিকদের বলেন, এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটারদের উপস্থিতি একটু কম হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। এর মধ্যে প্রধান কারণ হলো সে সময়ে ধান কাটার মৌসুম ছিল এবং আবহাওয়ার একটু বিপর্যয় ছিল। যে কারণে ভোটারদের উপস্থিতি একটু কম ছিল।
তিনি আরও বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। ধান কাটার মৌসুম শেষ এবং আবহাওয়া অনুকূলে রয়েছে। যার ফলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়ছে। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন তাদের ভোট প্রদানে কোনোরকম সমস্যা হচ্ছে না। আমরা আশা করি আরও বেশি ভোটার উপস্থিতি পাব।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, এর আগে যশোরের ৫টি উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি। তেমনি বাঘারপাড়া ও অভয়নগরের উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাঁচ হাজার মানুষ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ এবং নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
প্রসঙ্গত, বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ দুই উপজেলায় মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘারপাড়া উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ভোটার এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন। এখানে কেন্দ্র ৭০টি।
আর অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ এখানে মোট ভোটার রয়েছে দুই লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮ হাজার ৩৩৫ জন ও মহিলা ভোটার এক লাখ ৯ হাজার ৭৫৩ জন। এখানে কেন্দ্র রয়েছে মোট ৮১টি।
এ্যান্টনি দাস অপু/এমজেইউ