ভোলায় পুকুরে গোসল করতে নেমে ওমর ফারুক (৬) ও ইয়াসিন আরাফাত (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) বিকেলে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরজংলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর থানা পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত ওই ওয়ার্ডের আব্দুল কাদের মিয়ার ছেলে এবং ফারুক একই বাড়ির মো. সুজন মিয়ার একমাত্র ছেলে। শিশু দুটি মাস্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ফারুকের পরিবার ইয়াসিনের নানাবাড়িতে ভাড়া থাকে। সেই সূত্রে ইয়াসিন ও ফারুকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজন সব সময় একত্রে খেলাধুলা করতো।

ওমর ফারুকের মা শাহিদা আক্তার জানান, দুপুরের দিকে ইয়াসিন ও ওমর ফারুক স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় শিশু দুটি পানিতে দুষ্টামি করতে গিয়ে একপর্যায়ে ডুবে যায়। তাদের ফিরে আসতে দেরি দেখে তিনি গিয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমজেইউ