মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের পুর্ব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর মো. রাসেল বেপারী (১২) পূর্ব হাজীপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয় রাসেল। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আহত হয়ে রাসেল অসুস্থ হয়ে রাস্তার ওপর পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কিশোর রাসেলকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাইফ রুদাদ/এএএ