সাতক্ষীরার ১৪১ জন আমচাষির মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষিঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৬ জুন) ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহরের লেকভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কৃষিঋণ বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

স্বাগত বক্তব্য দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত আম চাষিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আমচাষি সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ১৪১ জন আমচাষির মাঝে ১ কোটি ৫৯ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম।  

মোহাম্মদ মিলন/এএএ