কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। মৃতদের মধ্যে নগরীতে একজন, বুড়িচংয়ে দুইজন, মুরাদনগরে একজন ও লাকসামে একজন।

একই সময়ে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (০২ মে) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার ৩০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৫ জন, আদর্শ সদরে ১, বুড়িচং ৭, দেবিদ্বারে ১, চৌদ্দগ্রামে ১, লাকসামে ১, বরুড়ায় ১, নাঙ্গলকোটে ১, লালমাইয়ে ১ ও মনোহরগঞ্জে ১ জন। 

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, রোববার পর্যন্ত কুমিল্লায় ১২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৮০ জন।

এমএসআর