ধান কাটা উৎসবের উদ্বোধন করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নেত্রকোনায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা। রোববার (২ মে) বারহাট্টা উপজেলার ছোটমৌগাতী গ্রামের রুহুল আমিনের ১২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচির অংশ হিসেবে এ ধান কাটায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি, জেলা-উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে সকালে নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষকলীগ কৌলাতী গ্রামে ধান কাটা উৎসবের আয়োজন করে। নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, সহসভাপতি আকবর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সদস্য আহমেদ সারোয়ার। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা উছমান গনি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসান।

পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর নেতৃত্বে কৃষকলীগ নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। ধান কাটা উৎসবে সব নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, মহামারি করোনা সংকটের মধ্যেও কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে, বাংলাদেশ কৃষকলীগ কৃষকদের সংগঠন।

জিয়াউর রহমান/এমএসআর