পার্বত্য জেলা বান্দরবানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শুক্রবার (১৪ জুন) জেলা সদরের বিভিন্ন জায়গা থেকে পৌর এলাকার বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাটে ভিড় করেন ক্রেতা-বিক্রেতারা। 

হাটে গরু নিয়ে আসা মো. আবু তাহের বলেন, হাটে মিয়ানমারের কোনো গরু না আসায় বেশির ভাগ দেশীয় গরু উঠেছে। বর্তমানে বেচাকেনা কিছুটা কম হলেও হাটে আনা গরুগুলো বিক্রি হয়ে যাবে। ক্রেতাদের সাথে ২০-২৫ হাজার টাকার বিক্রি পার্থক্য থাকায় এখনো বিক্রি করতে পারিনি। খাদ্যের দাম বৃদ্ধির কারণে পশু লালনপালনে খরচ বেশি হয়েছে।

আরেক বিক্রেতা মো. আবু তৌয়ব বলেন, বাজারে আমার আনা গরু সবচেয়ে বড়। দাম ৩ লাখ ৫০ হাজার টাকা চেয়েছি। ১০-২০ হাজার কম পেলেও ছেড়ে দেব। বাজারে বার্মিজ কোনো গরু না আসায় আমরা আশা করছি দাম ভালো পাব।

হাটে গরু কিনতে আসা এক ক্রেতা জানান, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক বেশি। ১ লাখ টাকার নিচে কোনো গরু হাটে নেই। গত বছর যে গরু ১ লাখ ২০ হাজারে পাওয়া যেত সেটা এ বছর ১ লাখ ৫০ হাজার টাকার নিচে না।

বালাঘাটা সম্মিলিত মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের হাটের ইজারার দায়িত্বে থাকা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলী জানান, এ বছর গরুর হাটের শুরু থেকে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত কোটি টাকার পশু কেনাবেচা হয়েছে। শেষ পর্যন্ত ১২-১৩ কোটি টাকার ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি জানান, এই হাটে ক্রেতারা পছন্দ মতো পশু কিনতে পারছেন। হাটে প্রচুর গরু রয়েছে। দেখে শুনে কিনতে পারবেন ক্রেতারা।

এদিকে পশুর হাটে জাল নোট শনাক্তকরণে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে সহযোগিতা বুথ স্থাপন করা হয়েছে। এতে গরু বিক্রেতারা নিজেদের টাকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে নিতে পারেছেন। এছাড়াও হাটে গবাদিপশুর একজন চিকিৎসকও অবস্থান করছেন।

শহীদুল ইসলাম/আরএআর