কুষ্টিয়া সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জেলা পরিষদের সদস্যসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। রোববার (০২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভাদালিয়া এলাকার এনামুলের ছেলের ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য মামুন অর রশিদ এবং তার ভাই এনামুল হোসেন।

আহতদের পরিবারের সদস্যরা জানান, কুষ্টিয়া শহরে আসার তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একই সঙ্গে  কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর তাদের প্রাইভেটকার থেকে বের করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে মামুন অর রশিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ভাদালিয়া এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির বর্ষণের কোনো খবর জানা নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজু আহমেদ/এএম