প্রতীকী ছবি

রংপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরারঘাট এলাকায় একই নদীতে ডুবে মোট চার জনের মৃত্যু হয়।

এ ছাড়া একই দিন সকালে মিঠাপুকুরের বড়বালা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়।

জানা গেছে, রংপুর নগরীর দর্শনা ভুরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে— ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুইজনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আরও এক শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামে ঘাঘট নদীতে ডুবে স্থানীয় ইসমাইল হোসেনের মেয়ে আয়শা সিদ্দীকা (৯) ও মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

এ ছাড়াও মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা গ্রামে সকাল ৮টার দিকে এরশাদুল হকের মেয়ে মেফতাহুল জান্নাত মাইশা (১) বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদুজ্জামান ফারুক/এনএফ