গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ মিলল পাটখেতে
ফরিদপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় এক কিশোরী। পরে তার মরদেহ পাওয়া যায় পুকুর থেকে ১০০ মিটার দূরে একটি পাটখেতে। শুক্রবার বিকেল ৫টার দিকে ভাঙ্গা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হোগলাডাঙ্গী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই কিশোরীর নাম রেখা আক্তার (১৪)। সে হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল হাই মাতুব্বরের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রেখা বড়।
বিজ্ঞাপন
রেখার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রেখা বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করার জন্য বাসা থেকে বের হয়। দীর্ঘক্ষণ সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা বিকেল ৫টার দিকে যে পুকুরে রেখা গোসল করতে গিয়েছিল সেই পুকুর থেকে ১০০ মিটার দূরে আলমগীর মিয়ার পাটখেতের ভেতরে রেখার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ বলেন, খবর পাওয়া মাত্রই ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহে কোনো বস্ত্র ছিল না এবং গলায় ওড়না পেঁচানো ছিল। হত্যার রহস্য উন্মোচনে সিআইডি ক্রাইম সিন ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, ধারণা করা হচ্ছে ওই কিশোরীকে ধর্ষণ করে পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জহির হোসেন/এসকেডি