সবাই ছুটে বেরিয়ে গেল, পুড়ে অঙ্গার প্রতিবন্ধী কিশোর
বরিশালে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে ১৩ বছরের প্রতিবন্ধী কিশোর মাইনুদ্দিন। মঙ্গলবার (০৪ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইনুদ্দিন ওই গ্রামের আ ন ম মহিউদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী জানান, ঘটনাস্থল সদর স্টেশন থেকে ২৪ কিলোমিটার দূরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এ সময় মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোর ঠিকভাবে হাঁটাচলা করতে পারতো না। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে এবং কত টাকার ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
চরমোনাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জানান, মহিউদ্দিনরা যে ঘরে থাকতেন সেখানে আরও চার পরিবার বসবাস করতো। ভোরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা করলেও পারেনি। এ সময় সবাই বের হতে পারলেও মাইনুদ্দিন বের হতে পারেনি।
সৈয়দ মেহেদী হাসান/এসপি