নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ ধরা পড়েছে। নিলামে মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। হাতিয়ার নাছির মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়। 

জানা গেছে, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার এলাকার নাছির মাঝি নামে এক জেলে মেঘনা নদীতে শনিবার সকালে জাল ফেলেন। এ সময় জালে বিশাল কোরাল মাছটি ধরা পড়ে। তারপর বিকেলে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন। নিলামে সোলেমান ব্যাপারী ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

আল্লাহর দান মৎস্য আড়তের মালিক মো. আকবর হোসেন ঢাকা পোস্টকে বলেন, নাছির মাঝি আমাদের আড়তে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ নিয়ে আসেন। নিলামে সোলেমান ব্যাপারী ২০ হাজার টাকায় কোরাল মাছটি কিনে নেন। আমাদের এখানে প্রায় সময় ১৭/১৮ কেজির ওপরে কোরাল মাছ পাওয়া যায়। মাঝেমধ্যে ২০/২২ কেজির কোরাল পাওয়া যায়। 

নাছির মাঝি ঢাকা পোস্টকে বলেন, আমরা খুব কম সময় এত বিশাল কোরাল পেয়েছি। সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। বেশিরভাগ মানুষই বড় কোরাল পছন্দ করেন। আশা করছি মাছটি ব্যাপারী ভালো দামে বিক্রি করতে পারবেন।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২৩ জুলাই সাগরে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন।

হাসিব আল আমি/জেডএস